
আমার বাংলাদেশ পেশাজীবি কাউন্সিলের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত
আজ ৭ ফেব্রুয়ারী ২০২৫ইং শুক্রবার সকাল ১০টায় এবি পার্টি পেশাজীবি কাউন্সিলের উদ্যোগে পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবীদের নিয়ে একটি রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি পার্টি পেশাজীবি কাউন্সিলের আহবায়ক প্রফেসর ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,
একটি রাজনৈতিক দলের পিছন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেশাজীবিরা, পেশাজীবীদের সঠিকভাবে এবং পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। এবি পার্টি’র কমিটি গঠন করা হয়েছে ছায়া সরকারের আদলে।
তিনি আরো বলেন, এবি পার্টি নিছক কোন রাজনৈতিক দল করার জন্য গঠন করা হয় নাই, একটি সুনির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে গঠন করা হয়েছে । আগামী ১৫ বছরে ক্ষমতায় গিয়ে দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিনত করতে চায় এবি পার্টি । কল্যাণমূলক রাষ্ট্রের মূল ধারনাই হচ্ছে অধিকারভিত্তিক রাষ্ট্র, মতাবাদ ভিত্তিক নয়।

এবি পার্টি রাষ্ট্র মেরামতের পরিকল্পনা এখন থেকেই হাতে নিয়েছে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টি মিনিংফুল রাজনীতি করতে চায়,আমরা রাজনীতি করি জনগণের কষ্ট লাঘবের জন্য । যারা ৫৩ বছর লুটপাট ও মাফিয়াতন্ত্রের শাসন কায়েম করেছেন তারা আগামীতে ক্ষমতায় আসলেও কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করবে না। যেখানেই ভোগান্তি সেখানেই সমাধান নিয়ে হাজির হতে হবে। এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পেশাজীবি কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ওমর ফারুক বলেন, সকল রাজনৈতিক দল থেকে এবি পার্টি ব্যতিক্রমী ব্যবস্থাপনা নিয়ে এসেছে তিনি সবাইকে নিজ নিজ সেক্টরে সমস্যা খুঁজে বের করে সমাধানের আশা ব্যাক্ত করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন পেশাজীবি কাউন্সিলের যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান এফসিএ, উপস্থিত ছিলেন এবি পার্টি পেশাজীবি কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল হক, প্রকৌশলী সামসুল আলম, অধ্যাপক ফয়সল মুনির, যুগ্ম সদসসচিব প্রকৌশলী আব্দুল্লাহ জুবায়ের, মোঃ কামাল হোসেন, প্রফেসর হুমায়ুন কবির, মোঃ শাহীন বক্স, মোঃ নুরে আলম প্রমুখ।