
ছায়া সরকারের আদলে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি গঠিত সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেবার অঙ্গীকার এবি পার্টি’র নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক

আজ ২ ফেব্রুয়ারী ২০২৫ ইং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সকাল ১১ টা থেকে দিনব্যাপী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতেই উদ্বোধনী বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল। সারাদেশের মানুষের মাঝে ঘুরে ঘুরে সংগঠন তৈরীর প্রচেষ্টা আমরা চালিয়েছি। ফ্যাসীবাদি সরকারের পতন আন্দোলন করতে গিয়ে আমাদের অফিসে গুলি চালানো হয়েছে। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই-বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি। কাউন্সিলের পর আমার বাংলাদেশ পার্টি’র পুনর্জন্ম হয়েছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিলো। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতি সহ নানা বিষয় এখনও উল্লেখযোগ্য কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছেনা। যা ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।

তিনি বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐক্যমত তৈরী এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিসৃটার আসাদুজ্জামান ফুয়াদ সম্পাদকদের সামনে শ্যাডো কমিটির কাঠামো কার্যক্রম বিস্তারিত ভাবে উপস্থাপন করে বলেন, আমরা সরকারের মন্ত্রণালয় সমুহের কাজ ও সরকারি বিরোধী রাজনৈতিক দল গুলোর সেই কাজের যৌক্তিক সমালোচনা উপস্থাপন করতে চাই। আমরা নতুন রাজনীতির কথা বলছি সেটা শুধু কথার কথা আকারে নয়। জনগণের সামনে আমরা নতুন রাজনীতির বাস্তব কাঠামো উপস্থাপন করতে চাই। সম্পাদকীয় পদধারী নেতাদের কার্যক্রমকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চাই যার মধ্য দিয়ে এবি পার্টির রাজনীতি মানেই সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি সেটা জনগণ যেন সুস্পষ্ট অনুধাবন করতে পারে।
জেলা ও মহানগর সমুহে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া উপস্থাপন করে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও অভ্যান্তরীন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া বলেন, আমরা পার্টির সকলস্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ার কমিটি গঠন করবো। এখানে উপর থেকে নেতৃত্ব নির্ধারণ করা বা জেলা ও মহানগর গুলোতে কেন্দ্র থেকে নেতা মনোনয়ন দেয়ার সুযোগ নাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে করতে চাই।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের কাউন্সিল সংক্রান্ত বিভিন্ন পর্যালোচনা উপস্থাপন করে আগামীতে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আরও নির্ভুল ভাবে সকল প্রোগ্রাম বাস্তবায়নে সকলের আন্তরিক সহোযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন বিভাগের সম্পাদকবৃন্দ।